ব্যাটম্যান মুভি রিভিউ

Disclosure: This post May contains affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents.

The Batman 2022 Movie Review

#nospoiler 

#️⃣Genre: Crime, Thriller, Action 
#️⃣Duration: 2h 56min
#️⃣Release date: March 4 2022
#️⃣IMDB: 8.3
#️⃣Rotten Tomatoes: 85%
#️⃣Personal: Irrelevant 
{tocify} $title={Table of Contents}
🎬সম্প্রতি ডিজিটালি মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম হাইপড কমিকবুক মুভি দ্য ব্যাটম্যান। আমার মত যারা হলে উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে অপেক্ষায় ছিলেন হলপ্রিন্ট না দেখে তাদের কলজেটা এবার শান্ত হলো। এখন একজন ব্যাটফ্যান হিসেবে নতুন এই মুভি দেখে রিভিউ না দিলে হয়?

তবে রিভিউ দেয়ার আগে এই মুভি নিয়ে আমার হাইপের ব্যাপারে একটু বলি। লেখাপড়ার জন্যে ঢাকা থেকে অনেক দুরে থাকি। তাই হলে যাবার কোন সুযোগই ছিল না কিন্তু বছরের শুরুর লকডাউনের ছুটিতে আবার আশা ফিরে পেলাম এবং বাড়ি গিয়ে টিকিটের টাকা গোছাতে গিয়ে প্রায় ৩ হাজারের মত নগদ পকেটে ভরলাম এবার অপেক্ষা টিকিট বিক্রি শুরুর। 

কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মত খবর এলো যে মার্চের ৩০ তারিখে সেমিস্টার ফাইনাল শুরু হবে কিন্তু তারপরও আমি ৪ তারিখ মুভি দেখে তারপরই বাড়ি ত্যাগের সিদ্ধান্তে অটল ছিলাম কিন্তু সেই রাস্তাও বন্ধ করে দেয়া হয় টিকিট বিক্রি শুরুর দিনেই অহেতুক মিডটার্ম পরীক্ষার তারিখ দিয়ে। 

ব্যাটম্যান 2022 মুভি রিভিউ
(image credit: Warner Bros/DC)


এখন প্রশ্নটা হচ্ছে আমার যে এই মুভি নিয়ে এত হাইপ, এত আগ্রহ তা কি মুভিটা পূরণ করতে পেরেছে? উত্তর হলো পুরোপুরিভাবে।

🦇গোথাম শহরটা আর বাকি সব শহর থেকে অনেকটাই ভিন্ন। শহরটা যেন কোন জড় পদার্থের তৈরি একটা নির্দিষ্ট ভূমি নয় বরং তার প্রাণের অস্তিত্ব আছে। শহরটাকে অপরাধীদের আতুড়ঘর বললেও ভুল হবে বরং শহরটা নিজেই যেন স্বয়ং অপরাধীদের রাক্ষসী জন্মদাত্রী। তার কোলে আশ্রয় খোঁজা সকল প্রাণীই যেন তার লোভাতুর শিকারী দৃষ্টির লক্ষ্যবস্তু। 

ঠিক এমন একটা গোথামের চিত্রায়নই নিপুণভাবে গঠন করা হয়েছে এই মুভিতে। শেষবার একটা গ্রাউন্ডেড এবং করাপ্টেড গোথামের পূর্ণাঙ্গ চিত্র আমরা দেখেছিলাম ক্রিস্টোফার নোলানের Batman begins মুভিতে। এই মুভিতে সেই লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে আরো গভীরে গিয়ে গোথামের কদর্য, ঘৃণ্য, ভয়াল এবং সর্বগ্রাসী রুপটা ডিরেক্টর ম্যাট রিভস অন্যস্তরে নিয়ে গেছেন….. না, বরং এটা বলা চলে যে উনি গোথামকে আরো নিচে টেনে নামিয়েছেন। 

এবং এই গোথামটাই আমাদের দরকার ছিল ডার্ক নাইটের সূচনালগ্নের দৃশ্যায়নের জন্যে।

এই গোথাম আর কিছুই না, বরং আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি ও পরিবেশের একটা স্বচ্ছ কিন্তু জঘন্য প্রতিফলন বলতে পারেন। শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অবাধ সঞ্চালন, অপরিকল্পিত অবকাঠামো এবং অব্যবস্থাপনার চূড়ান্ত নিদর্শন প্রত্যেক কোণায় ছড়িয়ে রয়েছে যেন এটা কোন শহর নয় এটা একটা নর্দমা যেখানে মনুষ্য সমাজের বসবাস এবং টিকে থাকাটাই একটা ভয়াবহ যুদ্ধ।

 কি আরো গভীরে যেতে হবে? এই গোথাম এমনই ভয়াবহ স্তরে নেমে গেছে যে এর সূর্য সন্তান ব্যাটম্যান পর্যন্ত সন্দিহান যে হয়তোবা তার প্রাণপ্রিয় শহরটাকে বাঁচানোর আর কোন উপায় নেই। এতটাই ভয়াবহ একটা শহরকে মঞ্চ হিসেবে সাজিয়েছেন ম্যাট রিভস এবং গোথামের এমনই চিত্র হওয়া উচিৎ ছিল এই মুভির জন্যে যেমনটা তিনি দেখিয়েছেন। 

🦇এবার যদি গল্পের দিকে ফোকাস করি তবে মোটামুটি সবাই জানেন এটা ব্যাটম্যান হিসেবে ব্রুস ওয়েইনের ২য় বছরের পটভূমিতে তৈরি। আমরা সচরাচর যেই ব্যাটম্যানকে দেখে অভ্যস্থ, একজন ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন চরিত্র যার অবজার্ভেশন এবং ডিডাকশন স্কিলের মাধ্যমে একটা চূড়ান্ত স্তরের অপরাধ অধ্যুষিত শহরকে ভেতর থেকে সুস্থ করে তোলার যুদ্ধে নেমেছে নিজের অঢেল সম্পদ এবং উচ্চমানের কাটিং এজ টেকনোলজিসম্পন্ন অস্ত্রশস্ত্র এবং যন্ত্রপাতি নিয়ে এই মুভি তার থেকে অনেকটাই ভিন্ন। 

এখানে ডার্ক নাইট এখনও একজন অ্যামেচার ক্রাইম ফাইটার থেকে নিজেকে উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।সে যেমন অপরাধীদের চেহারায় নিজের মুঠোর ছাপ বসিয়ে দিতে পারে তেমনই তাকে প্রায়ই সমানতালে পাল্টা আঘাত সহ্য করতে হয়।
 ব্রুস ওয়েইন এবং ব্যাটম্যানের ব্যক্তিত্বের মধ্যকার তফাৎ তার ক্রাইম ফাইটার ক্যারিয়ার এবং ব্যক্তিজীবন উভয় কুল রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা কিন্তু এই অনভিজ্ঞ ডার্ক নাইট ব্রুস ওয়েইন এবং ব্যাটম্যান পার্সোনার পার্থক্য এবং দুটোর পাবলিক ইমেজের গুরুত্ব এখনও বুঝে উঠতে পারে নি বা বুঝতে চায় না। 

সে একরোখা, অনেকটাই বেপরোয়া এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজের ক্রোধ এবং ভেতরকার হিংস্র দানবটাকে এখনও সেভাবে দমিয়ে রাখতে শেখে নি। যার ফলে প্রায়ই সে তার নো কিলিং মোরাল কোডের একদম শেষপ্রান্তে গিয়ে পৌছায় কোন অপরাধীর মুখোমুখি হতে গিয়ে এবং এর ফলে শুধুমাত্র গোথামের অপরাধী সমাজই নয় বরং তার ত্রাস এবং ভয়ের ছায়ার প্রভাব শহরের সাধারণ জনগণের মধ্যেও পড়েছে।  

সে নিজের ব্যাটম্যান হিসেবে এই শহরের বুকে এই পৃথিবীর বুকে একটা ছাপ তৈরি করতে, সমাজের করুণ পরিস্থিতির একটা বদল আনতে চায় কিন্তু সেই আকাঙ্ক্ষিত পরিবর্তন যে শুধুমাত্র তার ভেঞ্জেন্স বা প্রতিহিংসার অবতারণার মাধ্যমে সম্ভব নয়। গোথামের যে আরো বেশি কিছু চাই। গোথামের সন্তানদের দরকার একটা আশার এবং ন্যায়বিচারের প্রতীক। 

মুভির শুরুর দিকে একজন পথচারীকে ছিঁচকে গুন্ডার হাত থেকে বাঁচানোর পর তারই চোখে সেই একই ভয়ের প্রতিচ্ছবি সে দেখতে পায় যেটার জন্যে সূর্যাস্তের পরে গোথামের অপরাধীরা তাদের পেছনে কোন অন্ধকারের অস্তিত্ব টের পেলেই এমন আতঙ্কের গ্রাসে চলে যায় যেন এই মুহুর্তেই একটা অশরীরী ছায়া সেই অন্ধকার থেকে তার ওপরে ঝাঁপিয়ে পড়বে, যেন সবসময় তাদের ঘাড়ের ওপরে ।

 একটা অন্ধকার রাজ্যের দানব তপ্ত নিঃশ্বাস ফেলে তাদের ওপরে নজর রাখছে। 
কিন্তু এই ভয়টা তো গোথামের নিরীহ অধিবাসীদের চোখে থাকার কথা ছিল না? 
এই মূর্তিমান আতঙ্কের থেকে এমন এক আশার আলো যাকে অনুসরণ করে নিপীড়িতরা দিনের সূর্যের দেখা পায় তাতে নিজেকে গড়ে তোলার মধ্যকার গল্প হলো এই মুভি। 

শুরুতে যেভাবে একজন নিরপরাধ লোককে বাঁচানোর ফলশ্রুতিতে তারই চোখে ভয়ের ছায়া দেখতে পাই শেষাংশে এরই বিপরীত চিত্র দেখা যায়। একজন মুমূর্ষুকে বাঁচিয়ে উদ্ধারকারী দলের হাতে তাকে তুলে দিতে গেলে সেই আহত ব্যক্তি ডার্ক নাইটের বাহু এমনভাবে আঁকড়ে ধরে যেন এই পৃথিবীর সবাইকে ছাপিয়ে সেই মূর্তিমান বাদুড়রুপী দানবই তাদের সবচেয়ে বড় ভরসার প্রতীক। এই পুরো জার্নিটা মুভির গল্পের মূল বিষয়বস্তুর মধ্যে একটা।

এছাড়া ব্রুসের পার্সোনাল লাইফের সাথে ব্যাটম্যানকে আলাদা করতে কতটা হিমশিম খেতে হচ্ছে এবং কিভাবে তার ফলাফল তার আশেপাশের লোকদের ভুগতে হচ্ছে বিশেষত তার পিতৃসম বাটলার আলফ্রেডের সাথে তার সম্পর্কের টানাপোড়েন যেখানে সে এখনও বুঝতে পারে নি যে আলফ্রেড তার বাবার চেয়ে কোন অংশে কম নয়।

মুভির গল্পের একটা বিষয় নিয়ে আমার একটু শঙ্কা ছিল। ওয়েইন ফ্যামিলি লেগেসি বা ব্রুস ওয়েইনের বাবা-মায়ের এবং তাদের দুই পরিবারের গোথামের প্রতি বদান্যতার যেই ইতিহাস সেটাকে কোন একটা পয়েন্টে প্রশ্নবিদ্ধ করে তাদের এই লেগেসিটাকেই না আবার পুরোপুরিভাবে গোথামের ক্রাইম ওয়ার্ল্ডের একটা অংশ বানিয়ে দেয়া হয়। কিন্তু ডিরেক্টর ম্যাট রিভস দারুণ দক্ষতার সাথে ওয়েইন ফ্যামিলি লেগেসিকে প্রশ্নবিদ্ধ করেছেন ঠিকই কিন্তু তা বিনষ্ট হতে দেন নি।

🦇এই মুভিটাকে যদি কেউ এভারেজ ধাঁচের অন্যান্য সব মার্ভেল ডিসির সুপারহিরো মুভি হিসেবে দেখতে বসেন তবে মস্ত বড় ভুল করবেন। এই মুভিতে ব্যাটম্যানের এমন ইমেজকে এক্সপ্লোর করা হয়েছে যা এত বছরের লাইভ অ্যাকশনের জগতে এই প্রথম। 

পুরোপুরিভাবে একজন ডিটেকটিভ ব্যাটম্যানকে দেখতে পাবেন আর কমিকের জগতে নজর দিলেও ব্যাটম্যানের সেরা স্টোরিলাইনগুলোর অধিকাংশই এই ডিটেকটিভ ইমেজটাকে ঘিরেই সৃষ্টি হয়।

 ডিসি কমিকে World's greatest Detective উপাধি তো আর এমনি এমনি আসে নি। এই ডিটেকটিভ ইমেজ এবং তার আর্লি ক্যারিয়ার সময়টুকু আজ পর্যন্ত কোন মুভিতে সেভাবে ফোকাস করা হয় নি তাই এই মুভি সেদিক থেকে একদমই ভিন্ন এপ্রোচ নিয়েছে।

@Read Also: Dune Movie Review

তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্যণীয় যে নোলানের দ্য ডার্ক নাইট ট্রিলজি দেখে বেশ বড় একাংশের এই ধারণা জন্মেছে যে ব্যাটম্যান যত অস্ত্র, গ্যাজেটস আছে তার কিছুই সে নিজে তৈরি করতে সক্ষম না বলে সে অন্যকে দিয়ে তথা ওয়েইন ইন্ডাস্ট্রি এবং লুশিয়াস ফক্সকে দিয়ে তৈরি করিয়ে নেয়। 

The Batman এ স্পষ্ট এই বিষয়টা যে ব্রুস ওয়েইন নিজের প্রায় অধিকাংশ অস্ত্র, টেকনোলজি, ইকুইপমেন্টস নিজে তৈরি এবং আপগ্রেড করছে এবং তার ব্যাটকেইভ, ব্যাটমোবিল এমনকি ব্যাটস্যুটও দারুণ ফাংশনাল কিন্তু আপগ্রেডের স্টেজে রয়েছে এবং অধিকাংশই সে নিজে করছে। 

🦇মুভির মূল খলচরিত্র রিডলারের কথায় আসি। 

রিডলারের জন্মদাতা গোথামের করাপ্ট সিস্টেম। ছোটবেলা থেকে চূড়ান্ত অবহেলা এবং নিষ্পেষিত হওয়ার ফলশ্রুতিতে আজকে সে গোথামের সিস্টেম পরিষ্কারের নামে হত্যাযজ্ঞে মাতোয়ারা এক পিশাচে পরিণত হয়েছে। রিডলারের সৃষ্টির পেছনে ব্রুস ওয়েইনও অনেকখানি জড়িয়ে রয়েছে এবং সেটা কিভাবে তা মুভির মাধ্যমে জেনে নেয়াই সমীচীন হবে।

🦇মুভির জন্য কমিকবুকের বেশ ভালো ইন্সপায়ারেশন এর ভিত হিসেবে কাজ করেছে তার কমিকবুক রিডাররা একাধিকবার বুঝতে পারবেন।
 Batman year one, Batman no man's land, Batman zero year, Long Halloween, Batman ego, Batman Earth One ইত্যাদি ব্যাটম্যানের বেশকিছু সুবিখ্যাত স্টোরিলাইনের বিভিন্ন এলিমেন্ট এবং রেফারেন্স পরিষ্কার তারা ধরতে পারবেন।

 শুধুমাত্র গল্পের পটভূমি তৈরিতেই নয় বরল চরিত্রগুলোর গঠনেও বিভিন্ন কমিককে আশ্রয় করেছেন ডিরেক্টর যেমন ক্যাটওমেনকে দেখলে year one স্টোরিলাইনের কথা মাথায় আসে এবং আলফ্রেডকে দেখলেই পরিষ্কার আর্থ ওয়ানের ইন্সপায়ারেশন চোখে স্পষ্ট হয়ে ওঠে।

🦇এছাড়াও নোয়ার ঘরানার ডিটেকটিভ থ্রিলার হিসেবে এই মুভি তৈরি করা হয়েছে এবং সেই আবহেই প্রায় পুরো মুভি উপভোগ করবেন বিশেষত এর কালার প্যালেট এবং টোনের ক্ষেত্রে ডেভিড ফিঞ্চারের মুভিগুলো যেমন Zodiac, Se7en ইত্যাদি যারা দেখেছেন তারা অবশ্যই সেই স্বাদটা অনেকটাই অনুভব করতে পারবেন ।

 উপরন্তু মুভিতে অন্যতম মূখ্য খলচরিত্র রিডলারের ডিজাইনের জন্যে তো জোডিয়াক মুভির খলচরিত্র জোডিয়াক কিলারের অনুপ্রেরণা তো প্রথম দর্শনেই বোঝা যায়। এছাড়াও রিডলার ওরফে এডওয়ার্ড ন্যাশটনের মাঝে আমি যেন দুয়েক জায়গায় Se7en মুভিতে John Doe চরিত্রে Kevin SpaceySpaceyর ছায়াও দেখতে পেয়েছিলাম।

🦇যদি অভিনয়ের কথায় আসি তবে কেউই কারোর থেকে কম যায় নি। ব্রুস ওয়েইন চরিত্রে প্যাটিনসন, ক্যাটওমেন চরিত্রে জোয়ি ক্রাভিতজ, রিডলার চরিত্রে পল ডানো, কারমাইন ফ্যালকোনি চরিত্রে জন টোরটোরো, পেঙ্গুইন ওরফে অজওয়াল্ড কবলপট চরিত্রে কলিন ফেরেল, জেমস গর্ডন চরিত্রে জেফারি রাইট, আলফ্রেড পেনিওর্থ চরিত্রে অ্যান্ডি সার্কিস সবাই যথাযথ এফোর্ট দিয়েছেন নিজেদের রোলে।

 একজন তরুণ রক্তগরম এবং অ্যামেচার ব্যাটম্যান যে কিনা এখনও নিজের দ্বৈত চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য বজায় রাখার গুরুত্ব উপলব্ধি করতে পারে নি বা করতে চায় না এবং ভুল করে সেখান থেকে নিজেকে শুধরে নেয়ার প্রক্রিয়ায় লড়ে যাওয়া ডার্ক নাইট চরিত্রে রবার্ট প্যাটিনস তো শুরুতেই পার্ফেক্ট কাস্ট ছিলই। এছাড়া রিডলারের স্যাডিস্টিক, সাইকোমেনিয়াক চরিত্রায়নে পল ডানো আগুন ঝড়িয়েছেন এক কথায় বলা যায়।

 সেই সাথে ব্যাটম্যানকে পূর্ণতা প্রদানে সেলিনা কাইল যে কিনা এখনও সেই চিরপরিচিত ক্যাটওয়মেন হয়ে ওঠেনি তাকে নিয়ে আমার শুরুতে হালকা দোটানা থাকলেও মুভি দেখার পর তাকে নিয়ে আমার কোন অভিযোগ নেই। ব্রুসের পালক পিতা হিসেবে তার বাটলার আলফ্রেড চরিত্রে অ্যান্ডি সার্কিস যেটুকু স্ক্রিনটাইম পেয়েছেন যথাযথ স্কিল দেখিয়েছেন। 

তার সাথে কলিন ফেরেলকে তো চেনার কোন উপায়ই নেই তার মেক-আপ এবং অসাধারণ অভিনয় দক্ষতার জন্যে সাথে গোথামের সবচেয়ে বড় ক্রাইমলর্ড গডফাদার ফ্যালকোনি চরিত্রে জন টোরটোরো তো আছেনই।

🎞️মুভিটা মাস্টারপিস কিনা তা নিয়ে আমি কোন মন্তব্য করবো না। এইটুকু আপাতত দর্শকের কাছেই তোলা থাক। তবে এইটা থ্রিলার লাভারদের কাছে অসাধারণ একটা মুভি সেটা কোন অংশেই ভুল নয়।

ডার্ক নাইটের সাথে অনেকেই তুলনা দেবেন সেই জিনিসটাকে আমি বোকামি বলবো কারণ ডার্ক নাইট ট্রিলজির দ্বিতীয় মুভি। কিন্তু যদি তুলনা করতেই হয় তবে আমি বলবো আমার কাছে তো Batman Begins থেকেও ভালো লেগেছে এই মুভি। নোলানের তৈরি গোথামের থেকেও আরো ভয়াবহ এবং গ্রাউন্ডেড একটা গোথাম উপহার দিয়েছেন ম্যাট রিভস। 

সাথে প্রথমবারের মত বড় পর্দায় ব্যাটম্যানের ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ডিটেকটিভ পার্সোনা এবং ক্যারিয়ারের সূচনালগ্নের সময়টা এক্সপ্লোর করা তাও সোর্স মেটেরিয়াল থেকে অসাধারণভাবে বিভিন্ন উপাদান সংগ্রহের মাধ্যমে। ম্যাট রিভস যা প্রমিস করেছিলেন উনি তা সঠিকভাবে উপস্থাপন করেছেন এই কথা হলপ করে বলতে পারি।

অনেকেরই নাকি এই মুভির থেকে অনেক হিন্দি, তামিল মুভি বেটার লেগেছে, অনেকের নাকি মুভি দেখে গিয়ে ঘুম এসেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কটাক্ষ এবং অযৌক্তিক ক্রিটিসজম দেখেছি। তাদের উদ্দেশ্যে বলবো ভাই, স্টোরি ড্রিভেন থ্রিলার ঘরানার মুভি দেখার অভ্যাস যখন ছিল না তখন এই মুভি না দেখাটাই আপনার জন্যে সমীচীন ছিল।

 জনরা আর গল্পের টোন, ধরন না বুঝে মুভি দেখে যদি নিজের রুচি অনুযায়ী ভালো না লাগে তো দোষটা তো আর মুভির থাকে না। 

তাছাড়া তাদের কথায় বোঝা যায় তারা সবাই উরাধুরা অ্যাকশন খুঁজতে গিয়েছিলেন মুভিতে এবং সেখানেই মূল সমস্যা। শুরু থেকেই এটা পরিষ্কার করে দেয়া হয়েছে বহুবার এই মুভি অ্যাকশন ড্রিভেন না হয়ে স্টোরি ড্রিভেন থ্রিলার হিসেবে তৈরি করা হয়েছে। এখন শুধু ট্রেইলার দেখে মিসলিড হলে কি আর করা?

Download ব্যাটম্যান মুভি রিভিউ in 720p, 1080p Google Drive Mega Link

ব্যাটম্যান মুভি রিভিউ ব্যাটম্যান মুভি রিভিউ - 480p, 720p, 1080p HD 4k Download from Gogle Drive, Mega Link, Moviehax, mtslbd,lmywap, cinevood, putlockertv, seehd, katmoviehd, babahd, moviesbay, moviesevil, gomovies, ssrmovies, movies4me, movierulz, solarmoviez, hdmoviesfree, faumovies, abgmovie,ব্যাটম্যান মুভি রিভিউ netflix Link, 123movies, ব্যাটম্যান মুভি রিভিউ hotstar, hdpopcorns, moviescounter, 300mbmovies, moviescouch,ব্যাটম্যান মুভি রিভিউ world4freein, fullasianmovies,
world4freein, mkvcinemas, extramovies, movies365, world4ufree, worldfree4u, 1movies, reddit, dailymotion, vimeo, afilmywap, 300mbmovies ব্যাটম্যান মুভি রিভিউ primevideo, voot, moviesvoom,
Download ব্যাটম্যান মুভি রিভিউ Moviehax, mtslbd,lmywap, cinevood,Download ব্যাটম্যান মুভি রিভিউ putlockertv, seehd, Download ব্যাটম্যান মুভি রিভিউ katmoviehd, babahd, moviesbay, moviesevil, Download ব্যাটম্যান মুভি রিভিউ gomovies, ssrmovies, movies4me, movierulz, solarmoviez,
hdmoviesfree, faumovies, abgmovie, Download ব্যাটম্যান মুভি রিভিউ netflix, 123movies, Download ব্যাটম্যান মুভি রিভিউ disney plus hotstar movie series download Link, Download ব্যাটম্যান মুভি রিভিউ Hbo Max new show movie link,
ব্যাটম্যান মুভি রিভিউ netflix, Download ব্যাটম্যান মুভি রিভিউ voot, Download ব্যাটম্যান মুভি রিভিউ paramount plus, Download ব্যাটম্যান মুভি রিভিউ peacock Download ব্যাটম্যান মুভি রিভিউ espn plus link,
Download ব্যাটম্যান মুভি রিভিউ Download ব্যাটম্যান মুভি রিভিউ amazon prive download Link,Download ব্যাটম্যান মুভি রিভিউ zee 5 download Link, Download ব্যাটম্যান মুভি রিভিউ apple tv plus movie series Download Link ব্যাটম্যান মুভি রিভিউ free series download

watchonlinemovies, highquality, putlocekr, moviesmad, hdmoviesmaza, mycoolmoviez, macxdvd, downloadhub, bolly4u, xfilmywap, fun4wall, sguru, rdxhd,
ব্যাটম্যান মুভি রিভিউ
5kplayer, 9xmovies, tamilrockers, pinterest, inoxwap, jalshamoviez, wapsow download hd mp4, 3gp, videokhoj, filmywap new Hindi ব্যাটম্যান মুভি রিভিউ Movie Download 2019, 2022, 2018 – 2017 – 2016, 2021, 2023 Filmywap 2018 Hindi Film Download, Hindi Mobile Movies, bollywood full movies download, Bollywood Letest Movies ,
ব্যাটম্যান মুভি রিভিউ Hindi Hollywood ব্যাটম্যান মুভি রিভিউ Dual Audio Hindi Dubbed 2023, South indian Hindi Dubbed, New Movie ,okpunjab, FullHD ,480p ,720p, 1080p , ব্যাটম্যান মুভি রিভিউ Pc Movies, Hindi Download,
Mkv Movies, PC Movies, DVDRip BRRip Bluray HDRip WEBRip WEB-DL Quality Movies List 2018, download latest bollywood movies, Upcoming Movie List, Free Download Khatrimaza, free movies. ব্যাটম্যান মুভি রিভিউ
movie downloader,free movie download,
hd movies download, download ব্যাটম্যান মুভি রিভিউ new english hindi 720P HEVC mega drive link, moviehaxo download latest ব্যাটম্যান মুভি রিভিউ hindi english movie, latest hindi english tv show, web series 720p,ব্যাটম্যান মুভি রিভিউ netflix movie,ব্যাটম্যান মুভি রিভিউ prime video series,ব্যাটম্যান মুভি রিভিউ download from Dropbox and Google drive or mega link, tvhex, 720P hevc file mkv, Super fast Free movie download link, ব্যাটম্যান মুভি রিভিউ 720P HEVC mega drive link, mtslbd0, pahe,in, mlwbd Google Drive Mega Dropbox Fast Link
new movie download,hindi movies 2022 full movie download stream.
bollywood movies 2023 download,bollywood movies download,hd movies free download,
free hindi movie download,ব্যাটম্যান মুভি রিভিউ free movie download sites,new hindi movie download,full hd movie download,
ব্যাটম্যান মুভি রিভিউ full movie download, ব্যাটম্যান মুভি রিভিউ english movies free download,hindi movie download,download latest hindi movies free, ব্যাটম্যান মুভি রিভিউ new bollywood movies download,movie,hdrip ,new movies,film,
ব্যাটম্যান মুভি রিভিউ
list of movies,watch movies,upcoming movies, new movies ,film movien,ব্যাটম্যান মুভি রিভিউ download, ব্যাটম্যান মুভি রিভিউ games free download,ব্যাটম্যান মুভি রিভিউ free stream, ব্যাটম্যান মুভি রিভিউ download sites,ব্যাটম্যান মুভি রিভিউ mp3 music album download,download movie,movie ব্যাটম্যান মুভি রিভিউ download sites,free movie download, ব্যাটম্যান মুভি রিভিউ free movie download



DMCA Notice:- All OUR Posts Image are Free and Available On INTERNET Posted By It's Rightful Owner or Somebody Else. I’m Not VIOLATING Any COPYRIGHT LAW by Sharing a Movie or Tv Show/Web Series Trailer ScreenShot or Scenes. it's simply Fair Usage of Work. While Writing Movie/Series Breakdown Review. i am Simply Promoting and Marketing Those Copyrighted Owner Property. But If You thik something on this post is VIOLATING the Copyright LAW, Please Notify US via This CONTACT us FORM. So That It Can Be Removed from our Website.

Disclosure: This post May contains affiliate links that support our Blog. When you purchase something after clicking an affiliate link, we may receive a commission. Also Note That We Are Not Responsible For Any Third-party Websites Link Contents
MD: Ashikur Rahman

আমি একজন মুভি ও সিরিজ লাভার। সুপারহিরো জেনরে আমি মার্ভেল ও ডিসি সকলের তৈরী সিনেমাই পছন্দ করি দেখতে। আমার ব্লগ সাইটঃ www.Tvhex.Com চাইলে আমাকে ফেসবুক ও টুইটারে ফলো করতে পারেন। facebook twitter

Post a Comment

কোন কিছু জানার থাকলে দয়া করে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।

If you have anything to say, Please Write your Opinion in Comment Section.

Previous Post Next Post